কুয়েতে বিশ্বের সর্বোচ্চ ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

কুয়েতে শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মাতারাবা আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, সেদিন দেশটির তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ ফাহাদ আল ওতাইবি বলেন, কুয়েতের মরু আবহাওয়ায় গাছপালা লাগানোই তাপমাত্রা কমানোর সবচেয়ে কার্যকর উপায়, কারণ সূর্যালোক বা ধুলা বন্ধ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, বাসাবাড়ি ও রাস্তার ধারে গাছপালা লাগালে তাপমাত্রা ৩ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস কমানো যেতে পারে এবং ধূলার পরিমাণও কমানো সম্ভব। কুয়েতে প্রভাব ফেলা অধিকাংশ ধুলা উত্তর ও দক্ষিণ-পশ্চিম থেকে আসে।
'বাড়তি গাছপালা গ্রীষ্মের কঠিন পরিস্থিতি সামলানোর জন্য গুরুত্বপূর্ণ,' বলেন আল ওতাইবি।
তিনি জানান, সবুজ এলাকা শুধু তাপমাত্রা কমায় না, বরং বালি ঝড়ের বালি পরিষ্কারের খরচও কমায়। নতুন আবাসিক এলাকা পরিকল্পনায় গাছপালা লাগানোর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি, যাতে মরুকরণ এবং বালির আক্রমণ রোধ করা যায়।
আল ওতাইবি চীনের শহরগুলোকে সবুজ অঞ্চলে পরিণত করার উদাহরণ তুলে ধরে বলেন, কুয়েতও সরকারি সহযোগিতায় একই ধরনের পরিবেশগত ও অর্থনৈতিক লাভ অর্জন করতে পারে।