যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি: জাপানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক বিশ্ব অর্থনীতি ব্যবস্থা বিঘ্নিত করতে পারে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। আজ সোমবার (১৪ এপ্রিল) জাপানের পার্লামেন্টে তিনি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির সিদ্ধান্তে বৈশ্বিক অর্থনীতির ওপর সম্ভাব্য ক্ষতি নিয়ে এটিই ছিল তাঁর সবচেয়ে কঠোর বার্তা।
ইশিবা বলেন, বাণিজ্য থেকে জাতীয় নিরাপত্তা—বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার জন্য যৌথ অবস্থান তৈরির চেষ্টা করবে জাপান।
'আলোচনায় বসার আগে ট্রাম্পের যুক্তি এবং তাঁর অবস্থানের পেছনের আবেগীয় দিকগুলো আমাদের বুঝতে হবে,' বলেন তিনি।
তিনি আরও বলেন, 'এ পর্যন্ত যা ঘটেছে, তাতে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।'
তবে ইশিবা জানান, সরকার আপাতত কোনো সম্পূরক বাজেট ঘোষণা করছে না। তবে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-জাপান দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা।
আলোচনায় শুল্ক, অ-শুল্ক বাধা এবং মুদ্রা বিনিময় হারসহ বিভিন্ন বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, রোববার (১৩ এপ্রিল) প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আগামী সপ্তাহে আমদানিকৃত সেমিকন্ডাক্টরের ওপর শুল্কহার ঘোষণা করা হবে।
জাপানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী রিওসেই আকাজাওয়া বলেন, অর্থমন্ত্রী কাতসুনোবু কাটো এবং যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মধ্যে মুদ্রাবিনিময় হার নিয়ে আলোচনা হবে।
একই পার্লামেন্ট অধিবেশনে কাটো বলেন, 'অতিরিক্ত বাজার অস্থিরতা অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এই বিষয়ে উভয় দেশ একমত।'