অর্থ আত্মসাতের মামলায় ফরাসী নেতা লে পেনের ৪ বছরের জেল

ফরাসি ডানপন্থী রাজনীতিক ও ন্যাশনাল র্যালি (আরএন) দলের নেতা মেরি লে পেনকে অর্থ আত্মসাতের মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত।
ইউরোপীয় পার্লামেন্ট তহবিলের অর্থ আত্মসাতের মামলায় আজ সোমবার আদালত তাকে এ কারাদণ্ড প্রদান করেন।
এর আগে অর্থ আত্মসাতের অভিযোগে লে পেন ও দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় লে পেনসহ আট ইউরোপীয় পার্লামেন্ট সদস্যকে (এমইপি) দোষী সাব্যস্ত করেছেন আদালত। ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।
একইসঙ্গে লে পেনকে নির্বাচনে অংশ নেওয়া থেকেও পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে ২০২৭ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। মামলার বাকি আসামিদের ১ থেকে ৩ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছেন, মোট সাজার অর্ধেক সময় লে পেন গৃহবন্দী অবস্থায় থাকতে পারবেন।
ন্যাশনাল র্যালির প্রেসিডেন্ট জর্দান বারদেলা এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তাদের সাজার নিন্দা জানিয়ে এটিকে 'অন্যায়' ও ফরাসি গণতন্ত্রের মৃত্যুদণ্ডের সমান বলে অভিহিত করেছেন।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান এক্সে এক পোস্টে লে পেনের প্রতি সমর্থন জানিয়ে ফরাসি ভাষায় লিখেছেন, 'আই অ্যাম মেরি'।
লে পেন ২০২২ সালে ন্যাশনাল র্যালির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও জাতীয় পরিষদে তিনি তার দলের প্রধান হিসেবে রয়েছেন। তার বিরোধীরা তাকে 'অতি ডানপন্থী' হিসেবে মনে করেন। তিনি ইইউয়ের অবৈধ অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেছেন এবং রাশিয়ার সাথে সংঘর্ষে ইউক্রেনকে সমর্থন করার জন্য ইইউয়ের সমালোচনা করেছেন।
এছাড়াও আদালত দলটিকে বাজেয়াপ্ত অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি আরও ২ মিলিয়ন ইউরো (২.২ মিলিয়ন ডলার) জরিমানা করেছেন।