গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক নেতা নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫০,০০০

গাজায় আজ রোববার ইসরায়েলের বিমান হামলায় হামাসের রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
আজ স্থানীয় সময় ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামলায় স্ত্রীসহ তিনি নিহত হন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, দীর্ঘ প্রায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
প্রায় দুই মাস যুদ্ধবিরতি চলার পর চুক্তি লঙ্ঘন করে গত সোমবার মধ্যরাতের পর ঘুমন্ত গাজাবাসীর ওপর বিমান হামলার মধ্য দিয়ে আবারও হামলা শুরু করে ইসরায়েল। ওই হামলায় অন্তত ৪০৪ ফিলিস্তিনি নিহত হন। আহত হন অন্তত ৫৬২ জন ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
আজ স্থানীয় সময় ভোরে উত্তর, মধ্য এবং দক্ষিণ গাজা উপত্যকা জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোমবার মধ্যরাতের পর গাজার বিভিন্ন অংশে ইসরায়েল যে হামলা চালিয়েছিল, আজকের হামলা ছিল তার চেয়েও বড়।
স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের বিমান হামলায় রাফাহ ও খান ইউনিসে এ পর্যন্ত অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাস জানিয়েছে, খান ইউনিসে হামলায় বারদাউইল ও তার স্ত্রী নিহত হন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
বারদাউইল হামাসের রাজনৈতিক দপ্তরের নীতি-নির্ধারণী কমিটির সদস্য ছিলেন এবং ২০০৯ সালে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনার জন্য হামাসেরর প্রতিনিধিদলের নেতৃস্থানীয় পদে ছিলেন। এছাড়াও ২০০৫ সালে হামাসের মিডিয়া অফিসের নেতৃত্বেও ছিলেন তিনি।
হামাস বলেছে, 'তার (বারদাউইল) রক্ত, তার স্ত্রীর ও শহিদদের, স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে ইন্ধন যোগাতে থাকবে।'
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরের মতোই বলে আসছেন যে এ সংঘাতের মূল লক্ষ্য হামাসকে নির্মূল করা।
তিনি বলেন, নতুন করে শুরু হওয়া এ অভিযানের লক্ষ্য হলো হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের ছেড়ে দিতে গোষ্ঠীটিকে বাধ্য করা।
ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামাসের হামলায় এক হাজার ২০০ জন নিহত হন এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫০ হাজার ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন।