দিল্লিতে বিমানবন্দরের ছাদ ধসে নিহত ১

প্রবল বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ছাদের একাংশ ধসে পড়েছে। এতে একজন নিহত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়। এতে ব্যহত হয় বিমান পরিষেবা। ফলে বহু যাত্রী বিপাকে পড়েন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর পুরনো ডিপারচার ফোরকোর্টের ছাউনির একটি অংশ ভেঙে পড়ে। ছাদের সাথে সাথে কয়েকটি সাপোর্ট বিমও ভেঙে পড়ে। এতে বিমের তলায় চাপা পড়ে টার্মিনালের পিক-আপ ও ড্রপ এরিয়ায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর পরই দমকলকর্মীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
এদিকে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে ঘটনাটির ওপরে নজর রাখছেন। উদ্ধার অভিযান এখনও চলছে। যে সব গাড়ির ওপরে ছাদ ভেঙে পড়েছে, সেসব গাড়িতে কেউ আটকা পড়েছে কি না, সেটি দেখা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মন্ত্রী লিখেছেন, 'দিল্লি বিমানবন্দরে টি১-এর ছাদ ধসের ঘটনার ওপরে ব্যক্তিগতভাবে নজর রাখছি আমি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য এয়ারলাইন্সগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।'
দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার ভোরবেলা থেকেই বজ্রপাতসহ প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। ফলে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এ বছরেই ওই টার্মিনালের সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হয়েছিল। কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে।