'প্যারাসাইট', 'ইন্টারস্টেলার'... নিউইয়র্ক টাইমস পাঠকদের ভোটে ২১ শতকের সেরা সিনেমা যেগুলো
যখন আমরা আমাদের প্রিয় সিনেমাগুলো নিয়ে আলোচনা করি, তখন সবার মতামতই গুরুত্বপূর্ণ।
তাই ৫০০-এর বেশি চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও অন্যান্য চলচ্চিত্র-শিল্প পেশাজীবীদের ভোটের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে একবিংশ শতাব্দীর সেরা সিনেমাগুলোর অফিসিয়াল তালিকা।
তার পাশাপাশি নিউ ইয়র্ক টাইমসও তাদের মতামত নিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে। প্রায় দুই লাখেরও বেশি পাঠক ভোট দিয়েছেন।
এখানে আপনি এমন কয়েকটি ব্লকবাস্টার সিনেমাও পাবেন, যা প্রাথমিক ১০০-এর মধ্যে স্থান পায়নি— যেমন সিনারস, বার্বি এবং ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সায়েন্স ফিকশন ডুন সিনেমার দুটি পার্ট— পাশাপাশি আন্তর্জাতিক রত্ন শর্ট ফিল্মগুলোও রয়েছে, যেমন: ড্রাইভ মাই কার ও দ্য হ্যান্ডমেইডেন। মিডসোমার ও মিন গার্লস তালিকায় এলেও, আবার কিছু সিনেমা র্যাংকিংয়ে (যেমন মুলহল্যান্ড ড্রাইভ, দ্য সোশ্যাল নেটওয়ার্ক) অটল থেকেছে।
তালিকায় প্রকাশিত সিনেমাগুলো হয়তো আপনি ইতোমধ্যেই দেখেছেন। যদি না দেখেন, তাহলে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত তালিকায় ক্লিক করেই আপনি সিনেমাগুলো দেখার তালিকায় যোগ করতে পারেন। এছাড়াও, আপনি এখানে একটি ব্যালট তৈরি করে বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন।
দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ২১ শতকের সেরা ১০০ সিনেমার তালিকা টিবিএস পাঠকদের জন্য তুলে ধরা হলো―
১. পারাসাইট
২. মালহল্যান্ড ড্রাইভ
৩. নো কান্ট্রি ফর ওল্ড ম্যান
৪. দেয়ার উইল বি ব্লাড
৫. ইন্টারস্টেলার
৬. দ্য ডার্ক নাইট
৭. ম্যাড ম্যাক্স: ফিউরি রোড
৮. স্পিরিটেড অ্যাওয়ে
৯. ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড
১০. দ্য সোশ্যাল নেটওয়ার্ক
১১. ইঙ্গ্লোরিয়াস বাসটার্ডস
১২. ইন দ্য মুড ফর লাভ
১৩. এভরিথিং এভারিওয়্যার অল অ্যাট ওয়ান্স
১৪. দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য ফেলোশিপ অফ দ্য রিং
১৫. দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিটার্ন অফ দ্য কিং
১৬. লা লা ল্যান্ড
১৭. গেট আউট
১৮. মুনলাইট
১৯. হুইপল্যাশ
২০. অ্যারাইভাল
২১. চিলড্রেন অফ ম্যান
২২. দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
২৩. ওপেনহেইমার
২৪. ইনসেপশন
২৫. দ্য ডিপার্টেড
২৬. পোর্ট্রেট অফ আ লেডি অন ফায়ার
২৭. ডুন: পার্ট টু
২৮. দ্য রয়্যাল টেনেনবাউমস
২৯. ওয়ান্স অ্যাপন আ টাইম… ইন হলিউড
৩০. ব্রোকব্যাক মাউন্টেইন
৩১. বিফোর সানসেট
৩২. লস্ট ইন ট্রান্সলেশন
৩৩. গ্ল্যাডিয়েটর
৩৪. স্পাইডার-ম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স
৩৫. আফটারসান
৩৬. লেডি বার্ড
৩৭. সিটি অফ গড
৩৮. কল মি বাই যোর নেম
৩৯. প্যানস ল্যাবিরিন্থ
৪০. ওল্ডবয়
৪১. জোডিয়াক
৪২. লিটল মিস সানশাইন
৪৩. দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য টু টাওয়ারস
৪৪. ওয়াল-ই
৪৫. ফ্যান্টম থ্রেড
৪৬. আমেলি
৪৭. পাস্ট লাইভস
৪৮. কিল বিল: ভলিউম ১
৪৯. মেমরিজ অফ মার্ডার
৫০. প্রাইড & প্রেজুডিস
৫১. অলমস্ট ফেমাস
৫২. সিনার্স
৫৩. সুপারব্যাড
৫৪. দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট
৫৫. ই ইয়ু মামা তাম্বিয়েন
৫৬. দ্য জোন অফ ইন্টারেস্ট
৫৭. ওশেন'স ইলেভেন
৫৮. রাটাটুই
৫৯. জ্যাঙ্গো আনচেইন্ড
৬০. লিটল উমেন
৬১. মেমেন্টো
৬২. হেরিডিটারি
৬৩. ব্লেড রানার ২০৪৯
৬৪. হের
৬৫. ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স
৬৬. ও ব্রাদার, হোয়্যার আর্ড দ্যাউ?
৬৭. দ্য হ্যান্ডমেইডেন
৬৮. তার
৬৯. ই ইয়ি
৭০. দ্য ফ্লোরিডা প্রজেক্ট
৭১. দ্য ট্রি অফ লাইফ
৭২. আনকাট জেমস
৭৩. স্পটলাইট
৭৪. ব্ল্যাক স্ব্যান
৭৫. বয়হুড
৭৬. দ্য ওয়ারস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড
৭৭. দ্য প্রেস্টিজ
৭৮. মাইকেল ক্লেটন
৭৯. গন গার্ল
৮০. অ্যানাটমি অফ আ ফল
৮১. ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন
৮২. মিন গার্লস
৮৩. পারফেক্ট ডেজ
৮৪. বার্বি
৮৫. আপ
৮৬. ডুন: পার্ট ওয়ান
৮৭. দ্য মাস্টার
৮৮. টপ গান: ম্যাভেরিক
৮৯. ড্রাইভ মাই কার
৯০. ব্রাইডসমেইডস
৯১. নাইভস আউট
৯২. দ্য ইনক্রেডিবলস
৯৩. কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন
৯৪. মানিবল
৯৫. ইনসাইড লিউইন ডেভিস
৯৬. হাউল'স মুভিং কাসল
৯৭. দ্য লাইটহাউস
৯৮. দ্য হোল্ডওভারস
৯৯. মিডসমার
১০০. অ্যাভেঞ্জার্স: এন্ডগেম
