যে কারণে জনপ্রিয় ভারতীয় সিরিয়ালে বিল গেটস
জনপ্রিয় ভারতীয় ধারাবাহিক 'কিউ কি সাস ভি কাভি বহু থি' (পুনরায় চালু হওয়া সংস্করণ)-এ অভিনেত্রী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সাথে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটসের উপস্থিতিকে অনেকেই ব্যাখ্যা করেছেন 'এক অপ্রত্যাশিত সাক্ষাৎ!' হিসেবে। খবর বিবিসি'র।
বৃহস্পতিবার রাতে সম্প্রচারিত ধারাবাহিকটির একটি পর্বে বিল গেটস ইরানির সঙ্গে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক আলোচনা করেছেন।
গেটস ফাউন্ডেশন বহু বছর ধরে উত্তর প্রদেশ ও বিহারের সরকারগুলোর সঙ্গে মিলে শিশুমৃত্যু ও মাতৃমৃত্যু হ্রাসে কাজ করছে। এই দুটি উত্তর ভারতের রাজ্যে বৃহৎ জনসংখ্যা থাকা সত্ত্বেও, ভারতের সুবিধাবঞ্চিত অঞ্চলের মধ্যে অন্যতম।
ভারতীয় সরকারি তথ্য অনুযায়ী, বছরের পর বছর মাতৃ ও শিশু স্বাস্থ্য সূচক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, তবে একটি পিতৃতান্ত্রিক সমাজে এখনও চ্যালেঞ্জ রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে মেয়েদের এবং মায়েদের যত্ন নেওয়ার গুরুত্ব মানুষকে বোঝাতে জনসচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এমন বার্তা পৌঁছে দিতে, 'কিউ কি সাস ভি কাভি বহু থি'-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের চেয়ে ভালো বিকল্প হয়তো পাওয়া যায়নি।
২০০০ সালের জুলাইতে প্রথম প্রচার শুরু হয় এই ধারাবাহিকের। আট বছর ছয় মাসের দীর্ঘ সময় ধরে এটি প্রায় প্রতিদিন স্টার প্লাসে সম্প্রচারিত হয়েছে, কয়েক হাজার এপিসোড দিয়ে মন জয় করেছিল দর্শকদের। প্রথম প্রচারের ২৫ বছর পর ধারাবাহিকটি দ্বিতীয়বারের জন্য ফিরে এসেছে।
বিল গেটসের সঙ্গে চার মিনিটের অংশটি শুরু হয় তুলসির সঙ্গে আমেরিকান উচ্চারণে হিন্দিতে শুভেচ্ছা জানিয়ে, "নমস্তে তুলসি-জি," এবং জিজ্ঞেস করেন, ঠিক বলেছি কি?
তুলসি উত্তরে হাসি দিয়ে বলেন, "হ্যাঁ, একদম সঠিক।"
এই ভিডিও কলটি আসে সেই মুহূর্তের পর, যখন তুলসি একটি গোধ-ভরাই (বেবি শাওয়ার) অনুষ্ঠানে স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন, যা ভাইরাল হয়েছে।
তুলসির ছেলে, যিনি ভিডিওটি পোস্ট করেছেন, তাকে বলেন, তিনি গেটসকে ট্যাগ করেছেন, আশা করেছেন তিনি তুলসিকে ভিডিও কল করবেন। গেটস সেটি গ্রহণ করেছেন, যা দেখে তিনি আনন্দিত।
প্রথমে তুলসি একটু উদ্বিগ্ন ছিলেন। তিনি বলেন, "আমি তাকে কী বলব? আমি তো শুধু তোমাদের বা তোমার বাবার সঙ্গে ভিডিও কল করি মুদি দোকানের বিষয়ে।"
কিন্তু ল্যাপটপ চালু হওয়ার সঙ্গে সঙ্গে এবং বিল গেটস স্ক্রিনে আসার পর তুলসি পুরোপুরি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং "প্রথাটির" কারণ ব্যাখ্যা করতে থাকেন।
তিনি বলেন, "আমরা একত্রিত হয়ে গর্ভবতী মায়ের জন্য আশীর্বাদ দিই, তাকে সুস্বাস্থ্য কামনা করি। আমরা মহিলাদের জানাই, নিজের স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য ঠিক রাখা কতটা গুরুত্বপূর্ণ। আমরা তাদের ডাক্তারদের নির্দেশ মেনে চলার এবং প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই।"
উভয়ই একমত হন, "মাতারা সুস্থ থাকলে সন্তানরা ভাল থাকে এবং পৃথিবী উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারে।"
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে ধারাবাহিকের নির্মাতা জিওস্টার এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ধারাবাহিকটি গল্প বলার মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছে।
জিওস্টারের সুমান্ত বোস বলেন, "আমরা বিশ্বাস করি, গল্প কেবল বিনোদন দিতে পারে না, এটি শিক্ষিত করতে, প্রেরণা যোগাতে এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারে। সামাজিক গুরুত্ববহ বিষয়গুলোর সঙ্গে আমাদের কাহিনি জুড়ে আমরা এমন প্রভাব তৈরি করতে চাই যা কেবল পর্দার বাইরে মানুষের জীবনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে।"
নির্মাতা প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিল গেটস ধারাবাহিকের তিনটি এপিসোডে উপস্থিত হবেন।
