ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকীতে মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে দেয়া হবে বিশেষ শ্রদ্ধাঞ্জলি

মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব (আইএফএফএম)-২০২৫-এ কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও পদ্মশ্রী সম্মাননাপ্রাপ্ত ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হবে।
ভারতের চলচ্চিত্র জগতের অন্যতম নক্ষত্র ঋত্বিক ঘটক একাধারে পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা ও নাট্যকার হিসেবে বিশ্ব চলচ্চিত্রে একটি গভীর ছাপ রেখে গেছেন। যদিও তার জীবদ্দশায় তার অনেক কাজ তেমনভাবে স্বীকৃতি পায়নি।
দেশভাগ, সামাজিক বাস্তবতা ও নারীবাদ নিয়ে গভীর অন্তর্দৃষ্টি থাকায় তিনি তার ছবিতে তীব্র রাজনৈতিক ও মানবিক ভাষা সৃষ্টি করেছিলেন।
তার 'মেঘে ঢাকা তারা', 'সুবর্ণরেখা' এবং 'কমল গান্ধার'-এর মতো চলচ্চিত্র এখনও বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে একেকটা মাস্টারপিস হিসেবে বিবেচিত হয়।
পদ্মশ্রী ও একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঋত্বিক ঘটককে সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিবেচনা করা হয়।
আইএফএফএম ২০২৫-উৎসবে তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের প্রদর্শনীর পাশাপাশি থাকবে আলোচনা সভা ও একাডেমিক শ্রদ্ধাঞ্জলি, যার মাধ্যমে তার কাজ ও দর্শন নতুন প্রজন্মের দর্শকদের কাছে তুলে ধরা হবে।
উৎসব পরিচালক মিতু ভৌমিক ল্যাঙ্গ বলেন, 'ঋত্বিক ঘটক ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা এক নির্মাতা। তার চলচ্চিত্রে যে তীব্র মানবতা ও কাব্যিক গভীরতা ছিল, তা আজকের পৃথিবীতেও প্রাসঙ্গিক। আইএফএফএম মনে করে, এমন প্রতিভাকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব।'
জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি হবে আইএফএফএম ২০২৫-এর মূল আকর্ষণগুলোর একটি। কেননা চলচ্চিত্রের ভাষাকে নতুন করে সংজ্ঞায়িত করা এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবে চলচ্চিত্রপ্রেমী, ইতিহাসবিদ ও সমসাময়িক নির্মাতারা একত্র হবেন।
আগামী ১৪ অগস্ট শুরু হবে এই চলচ্চিত্র উৎসব ৷ চলবে ২৪ আগস্ট পর্যন্ত।