জুলাই স্মৃতি জাদুঘরের রেড টেলিফোনে শোনা যাবে হাসিনার রেকর্ডকৃত ফোনালাপ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল বিকেলে (২০ জানুয়ারি) গণভবনে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের অগ্রগতি পরিদর্শন করেছেন। সেখানে প্রদর্শিত একটি রেড টেলিফোনের বোতাম চেপে দর্শনার্থীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ডকৃত ফোনালাপ শুনতে পারবেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অবস্থিত এই জাদুঘরে প্রধান উপদেষ্টা বিকেল ৩টার দিকে পৌঁছান। তিনি পুরো প্রদর্শনীটি ঘুরে দেখেন। প্রদর্শনীতে জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলের ইতিহাস তুলে ধরা হয়েছে।
জাদুঘরের অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন হলো সেখানে সংরক্ষিত রেড টেলিফোনটি, যেখানে শেখ হাসিনার ফোনালাপের অডিও রেকর্ড রাখা হয়েছে। দর্শনার্থীরা বোতাম চাপলে সরাসরি ওই ফোনালাপ শুনতে পারবেন।
পরিদর্শনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আন্দোলন সংশ্লিষ্ট নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছবি, স্মারক, শহীদদের পরিধেয় পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ নথি, পত্রিকার কাটিং এবং ওই সময়ের অডিও-ভিজ্যুয়াল রেকর্ড।
এ ছাড়া জাদুঘরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাস্থলও সংরক্ষণ করা হয়েছে।
