প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুনানি শুরু হয়েছে।
এর আগে, আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের আবেদন গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) শেষ হয়।
পাঁচ দিনের আপিল শেষে গতকাল পর্যন্ত সব মিলিয়ে ৬৪৫টি আবেদন জমা হয়েছে।
আজ শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন। আপিল আবেদন শুনে নিষ্পত্তি করবেন তারা।
জানা গেছে, নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত টানা এই শুনানি অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন অর্থাৎ শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। এরপর রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
পরবর্তী আপিল শুনানির তারিখ ও সময়সূচি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসাররা যাদের প্রার্থিতা বাতিল করেছেন বা যাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে, উভয়ের বিরুদ্ধেই সংক্ষুব্ধ ব্যক্তিরা এই আপিল দায়ের করেছেন। নির্বাচন কমিশন এই শুনানির মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত বৈধতা বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে।
