সিলেট-১ আসন: ১০০ ভরি স্বর্ণের মালিক বিএনপির মুক্তাদির ও তার স্ত্রী, পেয়েছেন উপহার হিসেবে
সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির ও তার স্ত্রী জাকিয়া ইয়াসমিনের সংগ্রহে রয়েছে ১০০ ভরি স্বর্ণ। তবে হলফনামায় তিনি উল্লেখ করেছেন, এই স্বর্ণের পুরোটাই তারা উপহার হিসেবে পেয়েছেন।
নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দাখিলকৃত হলফনামায় এই তথ্য জানিয়েছেন মুক্তাদির। গত শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেটে বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেবে শীর্ষে রয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির। হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৩৪ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকা।
ব্যবসায়ী পরিবারের সন্তান আবদুল মুক্তাদির নিজেও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার বাবা খন্দকার আবদুল মালেকও ব্যবসায়ী ছিলেন এবং সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতিসহ সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সিলেট-১ আসনে এবার বিএনপির হয়ে লড়তে যাওয়া মুক্তাদির তার বার্ষিক আয়ের পরিমাণ উল্লেখ করেছেন প্রায় ৩৯ লাখ ২১ হাজার টাকা।
হলফনামায় তিনি জানিয়েছেন, তার নিজের রয়েছে ৫০ ভরি স্বর্ণ এবং তার স্ত্রীর রয়েছে আরও ৫০ ভরি স্বর্ণ। এই ১০০ ভরি স্বর্ণের উৎস সম্পর্কে তিনি হলফনামায় উল্লেখ করেছেন, 'বিবাহের সময় আত্মীয় স্বজন হতে উপহার হিসেবে প্রাপ্ত সোনা। তাই অধিগ্রহণকালে এর মূল্য শূণ্য।' তবে বর্তমান বাজার দর অনুযায়ী নিজের ৫০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা এবং স্ত্রীর ৫০ ভরির মূল্যও সমপরিমাণ বলে উল্লেখ করেছেন তিনি।
আর্থিক সম্পদের বিবরণে দেখা যায়, মুক্তাদিরের কাছে নগদ ৬৪ লাখ ২৮ হাজার টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টে ৪ লাখ ৫৮ হাজার টাকা জমা রয়েছে। তার স্ত্রীর কাছে নগদ ১ কোটি ২০ লাখ টাকা থাকলেও ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই। মুক্তাদিরের অস্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ১৫ কোটি ৭২ লাখ ৭ হাজার টাকা এবং স্থাবর সম্পত্তির মূল্য ১৮ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার টাকা। তার স্থাবর সম্পদের মধ্যে কৃষি ও অকৃষি জমি রয়েছে এবং স্ত্রীর নামে রয়েছে দুটি ফ্ল্যাট।
অন্যদিকে, হলফনামার তথ্যমতে, ব্যাংকের কাছে মুক্তাদিরের ঋণের পরিমাণ ৬ কোটি ৮৫ লাখ ৮ হাজার টাকা। রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রিধারী এই প্রার্থীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
