জোনায়েদ সাকির চেয়ে আয় ও সম্পদে এগিয়ে স্ত্রী
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর জোনায়েদ সাকির তুলনায় তার স্ত্রীর বার্ষিক আয় ও মোট সম্পদের পরিমাণ বেশি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি এ তথ্য দিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।
হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকির বার্ষিক ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় ১ লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে ৬ লাখ ৫০ টাকা আয় করেন তিনি।
অন্যদিকে তার স্ত্রীর বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে—স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া থেকে ৮ লাখ ২৮ হাজার টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে তিনি এই আসনে বিএনপি জোটের প্রার্থী হয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস।
হলফনামায় জোনায়েদ সাকি তার পেশা হিসেবে 'প্রকাশক' উল্লেখ করেছেন। অন্যদিকে তার স্ত্রী তাসলিমা আক্তার পেশায় একজন আলোকচিত্রী ও শিক্ষক।
স্থাবর সম্পদের হিসাবে, জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষি জমি রয়েছে। এছাড়া একটি ফ্ল্যাটের জন্য তিনি ৩ লাখ ২০ হাজার টাকা অগ্রিম জমা দিয়েছেন।
তার স্ত্রীর নামে রয়েছে ১৮ দশমিক ১৮ পয়েন্ট কৃষিজমি, একটি ফ্ল্যাট এবং একটি দোকান।
২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। অপরদিকে তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা।
হলফনামার তথ্যমতে, জোনায়েদ সাকির বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই।
