দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে এবং পুলিশ প্রতিবেদন জমার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল তার পোস্টে লেখেন, 'শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।'
অন্যদিকে, হাদি হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত নিয়ে সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে আন্তর্জাতিক সহায়তার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এসব দাবি তুলে ধরেন।
হত্যাকাণ্ড নিয়ে সরকারের অস্পষ্ট ব্যাখ্যার সমালোচনা করে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, 'কখনো বলেন খুনি ভারতে পালিয়েছে, আবার কখনো বলেন দেশে রয়েছে। তাহলে গোয়েন্দা সংস্থাগুলোর কাজ কী? এখনো খুনির অবস্থান নিশ্চিত করা যায়নি, এমনকি খুনির গাড়িচালককেও গ্রেপ্তার করা হয়নি।'
আইন উপদেষ্টার উদ্দেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, 'দায় এড়িয়ে যাওয়াই কি আপনার একমাত্র দায়িত্ব? কারা তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তা স্পষ্ট করে জাতির সামনে বলুন, তারপর পদত্যাগ করুন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।'
সংবাদ সম্মেলনে জাবের বলেন, 'দুটি বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে—দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এই ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য পেশাজীবী ও আন্তর্জাতিক ইনটেলিজেন্সের সহায়তা গ্রহণ। কালক্ষেপণ করলে চলবে না। নির্বাচনকে স্থিতিশীল ও সুষ্ঠু করার জন্য ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।'
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমাদের অবস্থান পরিষ্কার—নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে। বিচার ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না।'
