মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকারের জানাজা সম্পন্ন
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক (ডেপুটি চিফ অব স্টাফ) এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনী ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অংশ নেন। এ সময় তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ কে খন্দকার নামে পরিচিত হলেও তার পুরো নাম আবদুল করিম খন্দকার। এর আগে শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর জানায়। মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য তিনি 'বীর উত্তম' খেতাবে ভূষিত হয়েছিলেন।
