'এই হামলা সংবাদপত্রের স্বাধীনতা আর জনগণের তথ্য জানার অধিকারে সরাসরি আঘাত' : এমএফসি
সাংবাদিক, সম্পাদক এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর বৃহস্পতিবার রাতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশে অবস্থিত 'মিডিয়া ফ্রিডম কোয়ালিশন' (এমএফসি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তারা এই প্রতিক্রিয়া জানায়।
বিবৃতিতে বলা হয়, 'সহিংসতা আর ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হামলা সংবাদপত্রের স্বাধীনতা আর জনগণের তথ্য জানার অধিকারে সরাসরি আঘাত।'
সংগঠনটি সব গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে তারা দাবি তুলেছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের। অপরাধীদের চিহ্নিত করে তাদের জবাবদিহিতার আওতায় আনার কথাও বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, 'সাংবাদিকদের অবশ্যই কোনো রকম ভয়ভীতি ছাড়া কাজ করার সুযোগ দিতে হবে।'
এমএফসি মনে করিয়ে দিয়েছে, আইনের শাসন আর গণতান্ত্রিক মূল্যবোধ টিকিয়ে রাখতে সাংবাদিকদের সুরক্ষা দেওয়া জরুরি। একটি মুক্ত ও সচেতন সমাজ গড়তেও এর বিকল্প নেই।
এদিকে ঢাকার মার্কিন দূতাবাসও শোক প্রকাশ করেছে। হাদির পরিবার, বন্ধু আর সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা।
এ ছাড়া ঢাকার কানাডিয়ান হাইকমিশনও এ নিয়ে সরব হয়েছে। বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার নিন্দায় তারা 'মিডিয়া ফ্রিডম কোয়ালিশন'-এর পাশে থাকার ঘোষণা দিয়েছে। তারা বলে, 'গণতন্ত্রের জন্য গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা অপরিহার্য।'
