অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ করালেন নাসীরুদ্দীন পাটোয়ারী
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ করালেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, এনসিপির নাম ভাঙিয়ে কেউ সহিংসতা বা জ্বালাও-পোড়াও করলে তাকে যেন পুলিশে সোপর্দ করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে নেতাকর্মীদের হাত তুলে তিনি এই শপথ বাক্য পাঠ করান।
সমাবেশে উপস্থিত সবাইকে হাত তোলার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, 'আমরা শপথ করছি আমরা অহিংস আন্দোলন চালিয়ে যাবো, একইসঙ্গে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।'
তিনি বলেন, 'সবাই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সারা দেশে আন্দোলন করবেন। বাংলাদেশে অহিংস কর্মসূচি চলবে। যদি এনসিপির নামে কোনো গোষ্ঠী সহিংসতা উস্কে দেয়, জ্বালাও-পোড়াও করে, তাহলে বাংলাদেশের জনগণকে বলবো তাদের ধরে পুলিশে দিন।'
ভারতকে হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা বলেন, 'হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত এ দেশে বিপ্লবী পরিবেশ থাকবে। ভারত যদি একগুঁয়েমি করতে চায়, তবে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। এ দেশের মানুষ জীবন দেবে, তবুও মর্যাদার সঙ্গে আপোষ করবে না।'
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'হাদির জানাজা নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, তবে তা প্রতিহত করতে হবে। অনেকেই জানাজায় স্যাবোটাজ বা অন্তর্ঘাত করার সুযোগ নিতে পারে।'
এনসিপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
