পারফিউমোলোজিবিডি: ১০,০০০ সদস্যের মাইলফলক ও সুগন্ধি প্রেমীদের মিলনমেলা
দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ফেসবুকভিত্তিক সুগন্ধি কমিউনিটি 'পারফিউমোলোজিবিডি' তাদের ১০ হাজার সদস্য পূর্তির মাইলফলক উদযাপন করেছে। এ উপলক্ষে ডিসেম্বর ২০২৫-এ রাজধানীর গুলশানের নিকটবর্তী 'ক্রিকেটার্স কিচেন'-এ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পারফিউমোলোজিবিডির পারফিউম চ্যানেলের মাধ্যমে যাত্রা শুরু করা এই গ্রুপটির বর্তমান স্লোগান, 'কিপ লাভিং পারফিউমোলোজিবিডি অ্যান্ড কিপ স্মেলিং গুড'।
সুগন্ধি প্রেমীদের এই মিলনমেলায় ২০০-এর অধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান প্রাঙ্গণে ৫টি পারফিউম স্টল এবং একটি ঘড়ির স্টল স্থাপন করা হয়, যা আগত অতিথিদের বিশেষ নজর কাড়ে। পুরো আয়োজনজুড়ে ছিল ব্যান্ড 'ঢাকা মেট্রো'র পরিবেশনায় লাইভ মিউজিক।
অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে ছিল 'অথেনটিক পারফিউম'। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ৫৪টি র্যাফেল ড্র, যার জন্য ৪০টি স্বনামধন্য পারফিউম শপ পুরস্কার পাঠায়। এছাড়া 'খোলজি'স ট্রেজার' এবং 'জাহাব' অতিথিদের বিশেষ পারফিউম অয়েল উপহার দেয়। আপ্যায়নের অংশ হিসেবে খন্দকার গ্রুপের সৌজন্যে পরিবেশন করা হয় চা, কফি এবং মেলটেড বাটার কেক।
পুরো অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও রিভিউয়ার রায়হান সুলতান এবং এডমিন প্যানেলের সদস্য দিলারা খান, মশফিকুল আলাম খান ও আফসানা ইসলাম।
সুগন্ধি ও আড্ডায় মুখরিত এই সন্ধ্যাটি কমিউনিটির সদস্যদের মধ্যে এক নতুন মেলবন্ধন তৈরি করে।
