প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে আগামীকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে (প্রধান বিচারপতির এজলাস) এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।
প্রথা অনুযায়ী, অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষে বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখবেন এবং প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা জানাবেন।
