মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭%
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্যের হার উল্লেখযোগ্যভাবে বেশি। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ২৫।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে বেশ এগিয়ে। উত্তীর্ণদের মধ্যে নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন, যা মোট পাস করা শিক্ষার্থীর ৬১ দশমিক ৮৭ শতাংশ। অন্যদিকে পুরুষ পরীক্ষার্থী পাস করেছেন ৩১ হাজার ১২৮ জন বা ৩৮ দশমিক ১৩ শতাংশ।
সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে আছেন। সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের মোট ৫ হাজার ৬৪৫টি আসনের মধ্যে ৩ হাজার ৬০৩ জন বা ৬৩ দশমিক ৮০ শতাংশ নারী শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। বিপরীতে পুরুষ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ২ হাজার ৪২ জন বা ৩৬ দশমিক ২০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটসমূহে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রণীত 'এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬' অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১৩ হাজার ৬টি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন।
উল্লেখ্য, উল্লিখিত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে মোট আসন ৫ হাজার ৬৪৫টি (এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫)। আর বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন সংখ্যা ৭ হাজার ৩৬১টি (এমবিবিএস ৬,০০১ এবং বিডিএস ১,৩৬০)। সব মিলিয়ে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১টি এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯০৫টি আসন রয়েছে।
