চড়ের ‘বদলা’ নিতে কারখানার কর্মচারীকে খুন, গ্রেপ্তার মূল আসামি
রাজধানীর লালবাগে তুচ্ছ ঘটনার জেরে মোহাম্মদ হোসেন (২৫) নামের এক কারখানার কর্মচারীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটি বলছে, আগের দিন চড় মারার 'প্রতিশোধ' নিতেই হোসেনকে হত্যা করে আবির নামের এক স্থানীয় বখাটে যুবক।
হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
ঘটনার বিবরণ দিয়ে র্যাব কর্মকর্তা জানান, গত সোমবার (৮ ডিসেম্বর) রাতে লালবাগ থানাধীন শহীদনগর ২ নম্বর গলি দিয়ে ভুক্তভোগী মোহাম্মদ হোসেন ও তার বন্ধু নীরব যাচ্ছিলেন। এ সময় স্থানীয় যুবক আবির নীরবের হাতে থাকা একটি লোহার পাইপ চায়। নীরব তা দিতে অস্বীকার করলে আবির তাকে চড়-থাপ্পড় মারে। বন্ধুর গায়ে হাত তোলায় প্রতিবাদ হিসেবে ভুক্তভোগী হোসেনও পাল্টা আবিরকে চড় মারেন।
র্যাব জানায়, বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়ভাবে মীমাংসা হলেও আবির সেই চড়ের অপমান ভুলতে পারেনি। এর জের ধরে পরদিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে হোসেনকে একা পেয়ে আবির প্রতিশোধপরায়ণ হয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
ইন্তেখাব চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের পরপরই ছায়া তদন্ত শুরু করে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় র্যাব-১০ এর একটি দল লালবাগ থানা পুলিশের সহযোগিতায় কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে হত্যা মামলার মূল আসামি আবিরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
