বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির আদেশে মুক্তি পাচ্ছেন ৫ কারাবন্দি
আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত ৫ কারাবন্দির অবশিষ্ট সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি। ফলে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন এই পাঁচ বন্দি।
বুধবার (১০ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের মধ্য থেকে লঘু অপরাধে দণ্ডিত ৫ জনের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি।
আদেশটি কারাগারে পৌঁছানোর পরপরই মুক্তির প্রক্রিয়া কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
