তারেক রহমান ভোটার কি না, তা নিয়ে বিতর্ক ‘অপ্রাসঙ্গিক’: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, তা নিয়ে বিতর্ক 'অপ্রাসঙ্গিক'।
তিনি বলেছেন, 'যেহেতু তিনি (তারেক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছেন, তাই ধরে নিতে হবে যে তিনি বাংলাদেশের একজন নাগরিক এবং ভোটার।'
আজ শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই মাসের গণহত্যার বিচারিক কার্যক্রম এগিয়ে চলছে এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান টুলু।
