ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ চেয়ে হাইকোর্টে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় সর্বোচ্চ শাস্তি 'মৃত্যুদণ্ডে'র বিধান প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে ।
রবিবার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দাখিল করেন। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট পক্ষদের বিবাদী করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রিটকারী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া জানান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনানির জন্য অনুমতি দিয়েছেন।
তিনি বলেন, 'বাংলাদেশ প্যানেল কোডে ধর্মীয় অনুভূতি আঘাতের অভিযোগের মামলায় বর্তমানে দুই বছরের সাজার বিধান রয়েছে। এছাড়া নতুন সাইবার নিরাপত্তা আইনেও দুই বছরের সাজার বিধান রাখা হয়েছে। আমরা মনে করি এই সাজা অপ্রতুল।'
তিনি আরও বলেন, 'এ কারণে বাউল শিল্পী আবুল সরকারের মতো অনেকে মহান আল্লাহ, আমাদের নবীকে (সা.) নিয়ে কটূক্তি করার সাহস পাচ্ছেন।'
এই আইনজীবী বলেন, 'রিটে আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস করার নির্দেশনা চেয়েছি।'
তিনি আরও বলেন, 'ধর্মীয় অনুভূতি আঘাতের অভিযোগের মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হলে এই অপরাধ করতে কেউ সাহস পাবে না।'
