এখনও 'শঙ্কামুক্ত নন’ খালেদা জিয়া; চিকিৎসায় আগ্রহী চীনের বিশেষজ্ঞ দল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল [স্টেবল] থাকলেও এখনো শঙ্কামুক্ত বা 'আউট অফ ডেঞ্জার' নন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এছাড়া, চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক দলের এক সদস্য বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরে খায়রুল কবির খোকন বলেন, 'উনি [খালেদা] এখনো শঙ্কামুক্ত নন। আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না। এখনো আগের অবস্থা অপরিবর্তিত। স্টেবল [স্থিতিশীল] অবস্থায় আছেন, এখনো ইমপ্রুভ [উন্নতি] করেন নাই। ডাক্তাররা এই ব্যাপারে আরও বিস্তারিত বলতে পারবেন।'
তিনি আরও বলেন, মেডিকেল বোর্ড ম্যাডামকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী যে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, 'বাইরে নেওয়ার বিষয়টি এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। এটা উনার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। আমাদের মেডিকেল টিম এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।'
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে।
টিবিএসকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ওই চিকিৎসক বলেন, বন্ধুপ্রতীম কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাই ইতোমধ্যে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। তাদের মধ্যে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম ঢাকায় আসার আগ্রহ দেখিয়েছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওই চিকিৎসক বলেন, 'ম্যাডামের অবস্থা এখনও সংকটাপন্ন। বিমান ভ্রমণের মতো শারীরিক স্থিতি বর্তমানে নেই বলে মেডিকেল বোর্ড মনে করছে। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে—রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'
এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে শনিবার সকাল থেকেই বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। তারা সেখানে অবস্থান করে নেত্রীর আশু রোগমুক্তি কামনা করছেন।
