কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড: বিএনপির হেলথ ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন প্রায় ১২শ’ মানুষ
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দুই দিনের হেলথ ক্যাম্প চালু করেছে বিএনপি। প্রথম দিনে প্রায় ১২শ' মানুষ স্বাস্থ্যসেবা নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী এ ক্যাম্পে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও দুর্ঘটনায় আহত বিভিন্ন সমস্যা নিয়ে আসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা। তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দান ও ঔষধ বিতরণ করা হয়।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে হেলথ ক্যাম্পের প্রথম অংশ কড়াইল বস্তির এরশাদ মাঠে এবং দ্বিতীয় অংশ ক-ব্লকের কবরস্থান গলিতে পরিচালিত হয়।
দিনব্যাপী ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, ইউরোলজি, হৃদরোগ, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলাসহ বিভিন্ন বিষয়ে দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক চিকিৎসক চিকিৎসাসেবা দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
এদিকে, হেলথ ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে।
