ভোটের প্রতি মানুষের অনাস্থা দূর করতে দেশীয় পর্যবেক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ইসি মাছউদ
ভোটের প্রতি মানুষের অনিহা ও অনাস্থা দূর করতে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপে তিনি এ মন্তব্য করেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'দেশে ভোটের প্রতি মানুষের অনিহা ও অনাস্থা তৈরি হয়েছে। এখানে বসে সেই অনাস্থা কাটানো আমাদের জন্য কঠিন। কিন্তু আপনারা মাঠ পর্যায়ে আস্থার পরিবেশ তৈরি করতে পারেন। জনগণের কাছে নির্বাচন কমিশনের সঠিক বার্তা পৌঁছে দেওয়া আপনাদের মাধ্যমেই সবচেয়ে কার্যকরভাবে সম্ভব।'
তিনি আরও বলেন, 'গণতান্ত্রিক ব্যবস্থা বিকাশে আপনারা নিয়োজিত। তাই জনগণকে সচেতন করা, তাদের আস্থা ফিরিয়ে আনা- এগুলোতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সংস্থা দেশের বিভিন্ন অঞ্চল ও প্রান্তে কাজ করে। আপনাদের শক্তিশালী সামাজিক নেটওয়ার্কের মাধ্যমেই আমাদের বার্তা মানুষের কাছে দ্রুত পৌঁছে যাবে। এতে নির্বাচন কমিশনের কাজও অনেক সহজ হবে।'
এ সময় তিনি আরও বলেন, 'নির্বাচন পরিচালনার কাজে শুধু অবজারভার হিসেবে নীতি পর্যবেক্ষণই নয়, তার বাইরেও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যা সম্মিলিতভাবে পালন করলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।'
ইসি জানায়, মঙ্গলবার সকাল ও বিকালের দুই পর্বে মোট ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সংলাপে নির্বাচন পরিবেশ, পর্যবেক্ষণের সুযোগ, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং আস্থা পুনরুদ্ধার- এসব বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ উঠে আসে।
