বীরত্ব ও সেবার স্বীকৃতি হিসেবে বিজিবির পদক সংখ্যা বাড়ানোর প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বীরত্বপূর্ণ বা কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া পদকের সংখ্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে প্রতিবছর চার ক্যাটাগরিতে বিজিবি সদস্যদের ৭২টি পদক প্রদান করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই সংখ্যা ১২টি বাড়িয়ে ৮৪টি করার প্রস্তাব করেছে।
ওই চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিজিবির সাংগঠনিক কাঠামোয় বিভিন্ন ইউনিটে জনবল বৃদ্ধি পাওয়ায় পদকের সংখ্যা বাড়ানো প্রয়োজন হয়েছে। এতে বাহিনীর সদস্যদের কর্মস্পৃহা আরও বাড়বে বলেও উল্লেখ করা হয়।
এর আগে, গত ৫ নভেম্বর বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে চিঠি দিয়ে পদকের সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানান।
চিঠিতে তিনি বলেন, ভারত ও মিয়ানমার সীমান্তে বর্তমানে যে উল্লেখযোগ্য অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, তা অতীতে দেখা যায়নি। পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় 'ইন এইড টু সিভিল পাওয়ার' কাঠামোর আওতায় দায়িত্ব পালন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ পাচার ঠেকানো এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণসহ প্রতিটি দায়িত্বে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জনবল বৃদ্ধি ও নতুন ইউনিট স্থাপনের প্রেক্ষাপটে বীরত্বপূর্ণ বা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পদকের সংখ্যা বাড়ানো নিঃসন্দেহে সদস্যদের মনোবল বাড়াতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয় চিঠিতে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে জানান, বিজিবির পক্ষ থেকে গত ফেব্রুয়ারিতে বিভিন্ন পদমর্যাদার সদস্যদের জন্য পদকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছিল। বিজিবি জানিয়েছে, গত দুই বছরে একটি স্টেশন সদর দপ্তর, একটি গার্ড পুলিশ ব্যাটালিয়ন, একটি কে-নাইন ইউনিট ও ট্রেনিং সেন্টার এবং একটি বর্ডার গার্ড ব্যাটালিয়ন (উখিয়া ব্যাটালিয়ন) নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
"এছাড়া আরও তিনটি বর্ডার গার্ড ব্যাটালিয়ন গঠনের জন্য নিয়োগ পাওয়া সদস্যদের প্রশিক্ষণ চলছে। এ সময়ে বাহিনীতে অতিরিক্ত ২,২৫৮ জন সদস্য যোগ হয়েছে। এসব কারণে পদকের সংখ্যা বৃদ্ধি প্রয়োজন হয়েছে বলে জানায় সংস্থাটি," বলেন তিনি।
জানা গেছে, বর্তমানে বিজিবিতে ১২টি বর্ডার গার্ড বাংলাদেশ পদক, ২৪টি প্রেসিডেন্ট বর্ডার গার্ড পদক, ১২টি বর্ডার গার্ড বাংলাদেশ (সেবা) পদক এবং ২৪টি প্রেসিডেন্ট বর্ডার গার্ড (সেবা) পদক প্রদান করা হয়।
বিজিবির পক্ষ থেকে ২টি বর্ডার গার্ড বাংলাদেশ পদক, ৪টি প্রেসিডেন্ট বর্ডার গার্ড পদক, ২টি বর্ডার গার্ড বাংলাদেশ (সেবা) পদক ও ৪টি প্রেসিডেন্ট বর্ডার গার্ড (সেবা) পদক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রতিবছর অতিরিক্ত ১০ লাখ ৩২ হাজার টাকার ব্যয় হবে। পদকপ্রাপ্তদের এককালীন অনুদানের পাশাপাশি মাসিক সম্মানীও দেওয়া হয়।
অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, বিজিবির পদক বাড়ানোর প্রস্তাবে নীতিগত অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক অনুমোদন চেয়েছে, যা সম্মতি পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৬টি ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। এসব পদক হলো—বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), বিপিএম (সাহসিকতা), পিপিএম (সাহসিকতা), বিপিএম (সেবা) ও পিপিএম (সেবা)।
এছাড়া আইজিপি'স ব্যাজ একটি সুপরিচিত ও সম্মানজনক স্বীকৃতি। সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, অসাধারণ পেশাদার দক্ষতা ও অনন্যসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এসব পদক প্রদান করা হয়। তবে পুলিশের ক্ষেত্রে ক্যাটাগরি নির্ধারিত থাকলেও মোট পদকের সংখ্যা নির্ধারিত নয়।
