রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৬ (ক)-তে নির্ধারিত শর্তাবলী পূরণ করায় সংগঠনটিকে এই নিবন্ধন দেওয়া হয়েছে।
১৭ নভেম্বর জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকার বাংলামোটরে ১১৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন 'পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেছে'। এতে আরও বলা হয়, নব-নিবন্ধিত দলটির নির্বাচনী প্রতীক হিসেবে 'শাপলা কলি' বরাদ্দ দেওয়া হয়েছে এবং নিবন্ধন নম্বর-৫৮।
