শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
দুর্নীতির অভিযোগ চলমান থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, 'দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার আয়কর নথি জব্দের নির্দেশ দেন।'
আবেদনে বলা হয়, আসামি কামরুন নাহার একজন আয়কর দাতা। তার আয়কর নথি ঢাকার কর অঞ্চল-৫ এর সার্কেল-১০৩ এ সংরক্ষিত আছে।
মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ২০১৩-১৪ কর বর্ষ থেকে ২০২৩-২৪ কর বর্ষের মূল আয়কর নথির স্থায়ী অংশ এবং বিবিধ অংশসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্রসমূহ জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
