কারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি
রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে অন্তত দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তবে ঘটনার পর এর এখতিয়ার নিয়ে একে অপরের ওপর দায় চাপাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও কলাবাগান থানা।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন টিবিএসকে জানান, যে স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে, সেটি কলাবাগান থানা এলাকার অন্তর্গত।
তবে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'জায়গাটি তেজগাঁও থানার মধ্যে পড়েছে, আমরা সেখানে একটি টহল দল পাঠিয়েছি।'
প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে 'লকডাউন' কর্মসূচি দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। পাশাপাশি বিগত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।
