৬ জেলার পুলিশ সুপার বদলিসহ ৩৮ কর্মকর্তাকে রদবদল
৫২ জেলার জেলা প্রশাসক পদে পরিবর্তনের পর এবার পুলিশে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাইবান্ধা, ফরিদপুর, পাবনা, নীলফামারী, দিনাজপুর ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপার পরিবর্তনসহ মোট ৩৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি স্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
যাদের পরিবর্তন করা হয়েছে তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এআইজি), পুলিশ সুপার, বিশেষ পুলিশ সুপার, উপপুলিশ কমিশনার পদের কর্মকর্তা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে বদলি করে ফরিদপুরের পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বদলি হয়েছেন পাবনার পুলিশ সুপার হিসেবে। ডিএমপির উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির আরেক উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
