কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামীকাল বৃহস্পতিবারের 'লকডাউন' কর্মসূচির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার রাতে রাজধানীর বাংলামোটর মোড়ে এনসিপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে এনসিপি।
সমাবেশে এনসিপির নেতা-কর্মীরা জানান, ফ্যাসিস্টদের এমন হাকডাককে ভয় পায় না এনসিপি। আওয়ামী লীগের দোসর বা যে কারো অপচেষ্টাকে রুখে দিতে প্রস্তুত তারা।
