উত্তরা ও মৌচাকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, সার্জেন্ট আহত
রাজধানীর উত্তরার জসীম উদদীন রোড ও মৌচাক মার্কেট এলাকায় পুলিশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ঘটনায় পুলিশের একজন সার্জেন্ট আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত 'ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত'- সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
এসময় ডিএমপি কমিশনার বলেন, 'ঢাকায় পুলিশকে লক্ষ্য করে গতকাল সোমবার ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একটি ঘটনা উত্তরার জসীম উদদীন রোডে আরেকটি মৌচাকে। ফ্লাইওভার থেকে জসীম উদদীন রোডে পুলিশ সার্জেন্টকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি সার্জেন্টের পায়ে লাগে। এতে তিনি আহত হন।'
তিনি বলেন, 'মৌচাক মার্কেটে ডিউটিরত অবস্থায় পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করা হলেও কোনো পুলিশ সদস্যের ওপর পড়েনি।'
তিনি আরও বলেন, 'গত কয়েকদিনে ঢাকার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হেলমেট ও মাস্ক পরে ভোরবেলা অথবা দিনের ব্যস্ততম সময়ে টার্গেট স্থানে ককটেল বিস্ফোরণ করে দ্রুত ঘটনাস্থলত্যাগ করে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল।'
অনেক সময় ককটেল বিস্ফোরণে অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার।
