জুলাই সনদ বাস্তবায়নে প্রস্তুতিমূলক মিটিং করেছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে অন্তর্বর্তী সরকার কী সিদ্ধান্ত নেবে- সে বিষয়ে প্রস্তুতিমূলক মিটিং করেছে। তবে তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, 'গোটা জাতি এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচনের স্টেজ তৈরি হয়েছে। জাতি যেন খুব দ্রুতই নির্বাচনী প্রচারণায় নামতে পারে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে।'
শফিকুল আলম আরও বলেন, 'আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে নিজেরা বসে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন। আর তা না হলে সরকার সিদ্ধান্ত নেবে এমন কথা বলেছেন।'
তিনি জানান, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে 'আন অফিসিয়ালি' কিছু আলোচনা হয়েছে।
