বিএনপির প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ ১০ নারী
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। কোন আসনে দলের মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকাও প্রকাশ করা হয়েছে।
বিএনপির ঘোষিত এই প্রার্থী তালিকায় ৯ জন নারী প্রার্থী রয়েছেন।
এর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন।
যারা মনোনয়ন পেয়েছেন, তাদের মধ্যে— নাটোর-১ আসনে রয়েছেন ফারজানা শারমিন। তিনি একজন আইনজীবী, বিএনপির নেত্রী এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ১৯৮৪ সালের ২ নভেম্বর নাটোরের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
ফারজানা শারমিন বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল কমিটির সদস্য হিসেবেও সক্রিয়ভাবে কাজ করছেন। তার বাবা মরহুম ফজলুর রহমান পটল ছিলেন সাবেক যুব, ক্রীড়া ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং নাটোর-১ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য।
এছাড়া বিএনপির অন্য নারী প্রার্থীদের মধ্যে আছেন—
• যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা
• ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু
• শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন
• মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা
• ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি
• ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম • ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ • সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর
