চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানকে দামুড়হুদা ও জীবননগর উপজেলা নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি জেলা বিএনপির সভাপতি ও উপ-কোষাধ্যক্ষ।
এছাড়া, চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করছে বিএনপি।
