ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ, শাহবাগ থানায় মামলা
ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুরের কাছে মামলার লিখিত অভিযোগ দেন তিনি। পরে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।
এসময় ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া, ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা উপস্থিত ছিলেন।
মামলায় অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক মহিউদ্দিন মোহাম্মদ, আশফাক হোসাইন ইভান এবং ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, মামলার ১নং বিবাদী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে আমার (শেহহরীন আমিন) ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন। এতে ক্যাপশন দেন- 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি'।
মামলার ২নং বিবাদী লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ আমাকে 'যৌন-কল্পনার রসদ'- আখ্যা দিয়ে তার নিজের আইডিতে একটি ফটোকার্ড শেয়ার দেন। এছাড়াও সেখানে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করা হয়।
এতে আরও বলা হয়, মামলার ৩নং বিবাদী ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন 'ডেইলি ক্যাম্পাস'- নিউজ পোর্টালের একটি ফেসবুক পোস্টের কমেন্টে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এছাড়া, ৪নং বিবাদী আশফাক হোসাইন ইভান তার ফেসবুক পোস্টে আমার এডিটেড অশালীন ছবি পোস্ট করে।
এজাহারে বলা হয়, এভাবে ক্রমাগত ছবি এডিট করে অশালীনভাবে পোস্ট করা এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করার ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
