বিএনপির ভেতরে ভেতরে আরেকটা ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে বলে মনে হচ্ছে: তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, "বিএনপির ভেতরে ভেতরে আরেকটা ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে বলে মনে হচ্ছে। যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারের মাধ্যমে বন্ধ করতে চাইছিলাম, সেটা তারা বন্ধ করতে দিচ্ছে না।"
রোববার ঢাকায় একটি সেমিনারে এ কথা বলেন তিনি।
তাহের বলেন, "সংস্কার বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য অপরিহার্য। এখানে আমরা কোন আপোষ মানি না।"
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, "প্রধান উপদেষ্টার কাছে আমি একটা খোলা ভিডিও দিয়েছি। তাকে বলছি-ডক্টর ইউনূস মাইনাস সংস্কার জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। আপনি কোন চাপে নতি স্বীকার করেন না।"
সরকারের উদ্দেশ্য তিনি বলেন, "দুই দিন ধরে শুনতেছি আপনারা বিএনপিকেও খুশি করতে চান, জামায়াতে ইসলামীকেও খুশি করতে চান। অন্য দলগুলোকেও খুশি করতে চান। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয়। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের কাজের মধ্যে পড়ে না। আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করার দরকার সেইটা করা।"
নির্বাচনের আগে বিচার ও সংস্কার কাজ শেষ করার আহবান জানান এই জামায়াত নেতা।
