গেজেট থেকে বাদ পড়ছে ১০৫ ‘ভুয়া’ জুলাই যোদ্ধা, নেওয়া হবে আইনি ব্যবস্থাও
জুলাই গণঅভ্যুত্থানে অংশ না নিয়েও 'জুলাই যোদ্ধা' বা আহত হিসেবে স্বীকৃতি পাওয়া ১০৫ জনকে আহতদের তালিকা ও গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে যে ২৩ জনের নাম জুলাই যোদ্ধাদের গেজেটে একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছিল, তাদের নাম একবার করে রেখে গেজেট সংশোধন করা হচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর সংশ্লিষ্ট কার্যক্রমের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি টিবিএসকে জানান, বিভিন্ন জেলা কমিটি জানিয়েছে, জুলাই যোদ্ধাদের গেজেটে এমন ১০৫ জন রয়েছেন যারা বাস্তবে জুলাই গণঅভ্যুত্থানে আহত হননি। ফলে জেলা কমিটিগুলো তাদের নাম গেজেট থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে। এছাড়া একই ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্ত হওয়া ২৩ জনের ক্ষেত্রে একবার করে রেখে গেজেট সংশোধনের কাজ চলছে।
মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও যারা জুলাই যোদ্ধা হিসেবে গেজেটে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে এবং সরকারি সুবিধা নিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে 'ক' শ্রেণিতে (অতি গুরুতর আহত) ৬০২ জন, 'খ' শ্রেণিতে (গুরুতর আহত) এক হাজার ১১৮ জন এবং 'গ' শ্রেণিতে (আহত) ১২ হাজার ৮০ জনসহ মোট ১৪ হাজার ৬৩৬ জনের নাম গেজেটভুক্ত করা হয়েছিল।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নিহত হিসেবে ৮৪৪ জনের নাম গেজেটে প্রকাশ করা হয়েছিল, যার মধ্যে ৮ জনের গেজেট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।
