গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সম্ভাব্য জাতীয় গণভোট আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, কমিশন গণভোট পরিচালনা ও প্রশিক্ষণের জন্য ম্যানুয়েল, নির্দেশিকা এবং ফরম প্রণয়নের পরিকল্পনা করছে।
এদিকে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশ করেছে, আসন্ন সংসদ নির্বাচনের দিন বা তার আগে গণভোট আয়োজন করা হোক। তারা ইসিকে দ্রুত আলোচনা শুরু করার তাগিদও দিয়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে প্রায় ৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে, যার বেশিরভাগ খরচ হবে ভোটকর্মী নিয়োগ ও ব্যালট পেপার মুদ্রণের জন্য।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, 'নির্বাচন কমিশন এখনও কোনো আনুষ্ঠানিক সুপারিশ পায়নি। সুপারিশ পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব। তার আগে মন্তব্য করা সম্ভব নয়।'
নির্বাচন কমিশন আজ বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা করবে, যেখানে জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।
জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হলে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী প্রায় ৫০ হাজার অতিরিক্ত ভোটকক্ষ ও ১ লাখ ৫০ হাজার অতিরিক্ত ভোটকর্মী প্রয়োজন হবে।
কমিশনের সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৫ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স কেনার জন্য অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, একই দিনে দুটি ভোট আয়োজন তুলনামূলকভাবে খরচ সাশ্রয়ী হবে, তবে দুইটি আলাদা ব্যালট মুদ্রণ ও গণনার কারণে সময় বেশি লাগবে।
অন্যদিকে, গণভোট আলাদা দিনে আয়োজন করলে লজিস্টিক চাপ কমবে, কিন্তু খরচ কিছুটা বৃদ্ধি পাবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন তুলি ১৯৮৫ ও ১৯৯১ সালের গণভোটে দায়িত্ব পালন করেছেন। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, গণভোটের জন্য প্রায় সংসদ নির্বাচনের সমান লজিস্টিকের প্রয়োজন হবে।
তিনি আরও জানান, একসঙ্গে নির্বাচন ও গণভোট পরিচালনা করা সহজ ও সাশ্রয়ী হবে। তিনি বলেন, 'একই নিরাপত্তা বাহিনী, ভোটকেন্দ্র ও লজিস্টিক ব্যবহার করা সম্ভব হবে, ফলে প্রশাসনিক চাপ কমবে।'
তবে তিনি সতর্ক করেছেন, দুইটি ব্যালট থাকায় ভোট গ্রহণ ও গণনায় বেশি সময় লাগবে এবং প্রতিটি কেন্দ্রেই অতিরিক্ত ব্যালট বাক্স প্রয়োজন হবে।
