নাম, ভুয়া মোবাইল নাম্বার ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ; সতর্ক থাকার নির্দেশ উপদেষ্টা আসিফ মাহমুদের
অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া'র নাম, ছবি ও ভুয়া মোবাইল নাম্বার ব্যবহার করে অর্থ দাবি এবং তদবির-সুপারিশের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।
উপদেষ্টার কার্যালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, কিছু সুযোগসন্ধানী ব্যক্তি উপদেষ্টার ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থা এবং অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অর্থ দাবি করছে। এ ছাড়া, তার স্বাক্ষর জাল করে বিভিন্ন সুপারিশপত্র ও তদবিরও করা হচ্ছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চিঠিতে বলেন, "আমি এবং আমার পরিবারের কোনো সদস্যের এই ধরনের কার্যকলাপের সঙ্গে কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই।"
তিনি বলেন, "আমার বা আমার পরিবারের নাম ব্যবহার করে কেউ যদি তদবির, সুপারিশ বা অনৈতিক সুযোগ-সুবিধা দাবি করে, তবে তা উপেক্ষা করতে হবে এবং সংশ্লিষ্টদের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।"
মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন সংস্থায় এ চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়,"অন্তবর্তীকালীন সরকার রাষ্ট্রীয় সংস্কার, দুর্নীতি দমন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করছে। এই মহান কর্মযজ্ঞে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী গুরুত্বপূর্ণ অংশীদার।"
