ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ-বিএনপি নিয়ে বাগ্বিতণ্ডা থেকে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে বাগ্বিতণ্ডা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষের লোকজন।
আজ বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন৷ এছাড়া সংঘর্ষের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন আগে আওয়ামী লীগ-বিএনপি নিয়ে কথা বলতে গিয়ে তর্কে জড়ান উত্তর সুহিলপুর গ্রামের উকিলের পক্ষের লোক সাদ্দাম হোসেন ও আজিজের পক্ষের লোক আক্তার মিয়া। একপর্যায়ে আক্তারতে থাপ্পড় মারেন সাদ্দাম। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
গত বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসে। কিন্তু তাতে সমাধান না হওয়ায় রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন মহাসড়কের উপর সংঘর্ষে জড়ায়। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় কুমিল্লা-সিলেট মহাসড়ক। আহত হন উভয় পক্ষের অন্তত ৩০ জন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সংঘর্ষকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।