পড়ার সংস্কৃতি গড়ে তুলতে মোড়ে মোড়ে ‘পত্রিকা সাইনবোর্ড’ স্থাপন করলেন বিএনপি নেতা আমিনুল

এলাকাবাসীর মধ্যে পত্রিকা পড়ার অভ্যাস ও সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে স্থাপন করেছেন 'পত্রিকা সাইনবোর্ড', যেখানে প্রতিদিন এলাকার মানুষ বিনামূল্যে দৈনিক পত্রিকা পড়ার সুযোগ পাচ্ছেন।
প্রতিদিন সকালে সাইনবোর্ডে ঝুলিয়ে দেওয়া হয় দিনের পত্রিকা। পথচারী, শ্রমজীবী মানুষ, দোকানদার ও তরুণরা সেখানে দাঁড়িয়ে সংবাদ পড়েন, আলোচনা করেন এবং মতবিনিময় করেন।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, বর্তমান সময়ে মানুষ মোবাইল ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে; সেখানে এমন উদ্যোগ সত্যিকার অর্থে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আমিনুল হক বলেন, 'আমি চাই মানুষ আবার পড়ার অভ্যাসে ফিরে আসুক। একটি সচেতন ও জ্ঞানের সমাজ গড়ে উঠুক- সেটাই আমার লক্ষ্য।'
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার এই উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, এই প্রচেষ্টা নাগরিক শিক্ষার বিকাশ, তথ্যপ্রাপ্তির সুযোগ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।