শাহজালাল বিমানবন্দরে আগুন: ঢাকাগামী ফ্লাইট নামলো সিলেটে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত থাকায় সৌদি আরবের রিয়াদ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টা ৩১ মিনিটে ৩৯৬ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ।
এদিকে, শাহজালালে আগুনের কারণে সিলেট থেকে ছেড়ে যাচ্ছে না ঢাকাগামী কোনো ফ্লাইট। শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনটি ফ্লাইট যথাসময়ে ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আব্দুস সামাদ নামের দক্ষিণ সুরমার এক বাসিন্দার সিলেট থেকে বিকেল সাড়ে ৪টায় ইউএস বাংলার ফ্লাইটে ঢাকায় যাওয়ার কথা ছিল। তিনি বলেন, রাতেই ঢাকা থেকে ফ্লাইটে আমার দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা। অগ্নিকাণ্ডের কারণে ওই ফ্লাইট মিস হয়ে যাবে। এতে অনেক ঝামেলায় পড়তে হবে আমাকে।
এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, আগুন লাগার পর সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ ছিল। অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের অভ্যন্তরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।