বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, "বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। আমি এটা স্পষ্ট করে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিচ্ছি।"
তিনি বলেন, "তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি তাদেরকে অনুরোধ করব, এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য। তেলের দাম বৃদ্ধি হবে, কি হবে না-এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।"
এর আগে, সোমবার (১৩ অক্টোবর) দেশের বাজারে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৩ থেকে ১৩ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম আজ (১৪ অক্টোবর) থেকেই কার্যকর হওয়ার কথা ছিল।
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবের কথা উল্লেখ করে গতকাল সংস্থাটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছিল।
এদিকে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, "ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই; যতক্ষণ পর্যন্ত না এটা আইন, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হয়।"
উপদেষ্টা জানান, তেল একটি নিয়ন্ত্রিত পণ্য। এর মূল্য সমন্বয় করার ক্ষেত্রে ট্যারিফ কমিশন একটি ফর্মুলা ব্যবহার করে থাকে। এই ফর্মুলার ভিত্তিতেই পণ্যটির দাম বাড়ানো হবে, কি হবে না- তা নির্দিষ্ট করা হয়।
"তবে এ ফর্মুলা প্রায় ১৪ বছর আগে তৈরি। যেটায় (ফর্মুলায়) আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই। আইসিএমএবি এবং ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে ডিসেকশন করার জন্য দিয়েছি। এর একটা খসড়া প্রতিবেদন আইসিএমএবি থেকে গতকাল আমার হাতে এসে পৌঁছেছে এবং ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে প্রতিবেদনটা এখনও আসেনি। সুতরাং এরমধ্যে তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নাই," বলেন উপদেষ্টা।
প্রতিবেদনের ভিত্তিতে কবে নাগাদ তেলের দাম নির্ধারণ করা সম্ভব হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "অতি দ্রুতই চেষ্টা করব।"