এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, 'ঢাকা শহরে মোট ২৫৪টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কেউ নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে যথাযথ আইনি ব্যবস্থা নেবে পুলিশ।'
বুধবার (১ অক্টোবর) বিকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, 'বিসর্জনের দিনেও যাতে ভক্তরা উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দিতে পারে সেজন্য ডিএমপি ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে।'
সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
কমিশনার আরও বলেন, 'এই দেশে শত শত বছর যাবত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই-বোনের মতো বসবাস করে আসছে। এ সম্প্রীতি যাতে কোনোভাবেই বিনষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যাতে নষ্ট না করে এবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।'