রাজধানীর ধামরাইয়ে পিকআপ খাদে পড়ে ২ জন নিহত
ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম টিবিএসকে জানান, "নিহতদের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।"
নিহত দুজনের নামই মনির হোসেন। তাদের মধ্যে একজন দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে এবং অন্যজন চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, পিকআপটি ধামরাইয়ের ধানতারা বাজারে মুরগির খাদ্য সরবরাহ শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
