দীর্ঘদিনের দ্বন্দ্বের পর আবার শাহজালাল বিমানবন্দরে নিরপাত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটাতে পদক্ষেপ নিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শীঘ্রই এপিবিএন বিমানবন্দরের ভেতরে নিরাপত্তার দায়িত্বে ফিরবে এবং বিমানবাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজ নিজ বাহিনীতে ফিরে যাবেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী সভাপতিত্ব করেন।
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একক নিয়ন্ত্রণে চলবে। এপিবিএন দ্রুত টার্মিনাল ভবনের ভেতরে দায়িত্ব গ্রহণ করবে, বিমানবাহিনীর টাস্কফোর্স দায়িত্ব শেষে ফিরবে, সব বিমানবন্দরে প্রতি সপ্তাহে নিরাপত্তা সভা হবে এবং বেবিচকের কাঠামোগত সংস্কারের সুপারিশ করা হবে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানে গত বছরের আগস্টে পট-পরিবর্তনের পর আন্দোলনের অংশ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত হাজারখানেক আনসার এক রাতে দায়িত্ব ফেলে চলে যায়। এরপর বিমানবাহিনীকে বিমানবন্দরের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল। এক বছরের দ্বন্দ্ব ও রেষারেষির পর দায়িত্ব এপিবিএনের হাতে ফিরিয়ে দেওয়া হলো।