যুগপৎ বা জোটের সিদ্ধান্ত নেয়নি এনসিপি

চার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আট দলের যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে এমন সংবাদ ভিত্তিহীন। এনসিপিএখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দলের আনুষ্ঠানিক ফেসবুক পেইজে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান – আরিফুল ইসলাম আদীবের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
আরিফুল ইসলাম জানান, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটি নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল, কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় এনসিপির কোন অবস্থান নেই। এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত।
এছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সাথে এনসিপির সমর্থন থাকবে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রের কথা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।