টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, ভাঙচুর
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, ১০-১২ জন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে কাদের সিদ্দিকীর বাড়ির প্রথম তলার জানালার কাঁচ ভেঙে দেয়। পরে মই ব্যবহার করে ভবনে প্রবেশ করে গ্যারেজে থাকা দুটি গাড়ি ভাঙচুর করে। তারা প্রথম তলায় অবস্থিত সোনার বাংলা কমিউনিটি সেন্টারের কাঁচও ভাঙচুর করে বলে জানান ওসি।
ঘটনার সময় কাদের সিদ্দিকী ভবনের তৃতীয় তলায় ছিলেন। পুলিশ জানায়, বাড়ির কেয়ারটেকারের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা হেলমেট ও মুখে গামছা বেঁধে আসে। তাদের হাতে দেশীয় অস্ত্র—রামদা ও চাপাতি ছিল। তারা গাড়িগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে।
বাড়ির কর্মচারীরা লাঠিসোটা নিয়ে বের হলে হামলাকারীরা গেট দিয়ে পালিয়ে যায়।
ওসি তানভীর আহমেদ বলেন, "খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে গিয়ে কাদের সিদ্দিকীর সঙ্গে কথা বলেছি। তিনি তদন্তের অনুরোধ করেছেন। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"
